ইতিহাস_ঘুরে_ফিরে_আসে
কালেক্ট
যেদিন আমার থেকে বয়সে আট বছরের ছোট আমার ননদ প্রথম আমার গায়ে হাতদিলো।সেদিন আমি প্রচুর কষ্ট নিয়ে আমার বরকে নালিশ করেছিলাম। সেদিন আমার দোষ এই ছিলো ও আমার বাবা মা তুলে গালি দেওয়ার, আমি বলেছিলাম বেয়াদপের মতো কথা বলবানা।ব্যাস এতোটুকুই ছিলো আমার ভুল।
বরকে বলার পর সে উল্টো আমার গালে দুটো থাপ্পড় দিয়ে বলেছিলো তুমি ওকে কেনো বেয়াদপ বলবা।তোমার বাবা মাকে গালি দিলে কি এমন অসম্মান হয়ে যাবে।রাতে ডিউটি থেকে আমার শাশুড়ী ফেরার পর উল্টো আমার ভাইয়াকে ফোন করে নালিশ করেছিলো আমি নাকি বরই অভদ্র। মুখের উপর তর্ক করি।পরদিন ভাইয়াকে ডেকে তারা সেই অপমান। ভাইয়া সেদিন বলেছিলো ওকে দুটো দিন আমাদের ওখানে থাকতে দিন,আমি ওকে সব বুঝাবো।কিন্তু তারা সেদিন আমার ভাইয়ের সাথে কুকুরের মতো আচরণ করেছিলো। আমি সেদিন প্রচুর হতাশা নিয়ে আমার বরকে বলেছিলাম ইতিহাস ঘুরে ফিরে আসে।আজ আমার ভাইয়াকে তোমার বাসায় যে অপমানিত হতে হলো, সেম ঘটনা তোমার পরিবারের সাথে ঘটবে।যদিও একটা সময় তার ও আমার ডিভোর্স হয়ে গেছে। কিন্তু পরে শুনলাম তার বোনের প্রেমের বিয়ে হয়েছিলো।কিন্তু শশুড় বাড়ীতে দু মাস টিকতে পারেনি।এখন বাবার বাসায় পড়ে আছে। হুম এখন মনে অনেক শান্তি লাগছে। উপরওয়ালা ঠিকই তাদের কর্মফল দিয়েছেন।সত্যি ইতিহাস ঘুরে ফিরে আসে।
সমাপ্ত💖
আরো পড়ুন: